
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শচীন তেন্ডুলকরকে পেছনে ফেলে এগিয়ে গেলেন সাই সুদর্শন। ভেঙে দিলেন মাস্টার ব্লাস্টারের রেকর্ড। টি-২০ ক্রিকেটে ভারতীয় ক্রিকেটার হিসেবে দ্রুততম ২০০০ রান করলেন। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এই নজির গড়লেন গুজরাট টাইটান্সের ওপেনার। ২৩ বলে ৪৮ রান করা মাত্রই মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। জিশান আনসারির বলে আউট হওয়ার আগে ৯টি চার মারেন। সবমিলিয়ে বিশ্ব ক্রিকেটে এই রেকর্ড ছিল শন মার্শের দখলে। ৫৩ ইনিংসে ২০০০ রানে পৌঁছন। তার আগে এই নজির ছিল শচীনের। ৫৯ ইনিংসে ২০০০ রান করেন। কিন্তু নিজের ৫৪ ইনিংসে এই লক্ষ্যে পৌঁছে যান সাই সুদর্শন।
টসে জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠান প্যাট কামিন্স। চলতি আইপিএলে কোনও দল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে চায়নি। মরণ-বাঁচন ম্যাচ সানরাইজার্সের। হারলেই চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের পর তৃতীয় দল হিসেবে প্লে অফের দৌড় থেকে ছিটকে যাবে হায়দরাবাদ। অন্যদিকে চার ম্যাচ জিতে শুরুটা ভাল করলেও, পারফরমেন্স গ্রাফ পড়তে শুরু করেছে গুজরাটের। শেষ ম্যাচে রাজস্থানের কাছে হারে শুভমন গিলরা। ৯ ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করে চার নম্বরে গুজরাট। ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া থাকবে গিল অ্যান্ড কোম্পানি।